শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বোরগাও বিলাসী পাড়া এলাকায় দেড় মাস পূর্বে হাওয়া ও আনোয়ারের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় ও অভিভাবকদের বিষয়টি অবহিত করায় প্রত্যক্ষদর্শীর হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মতি বাহিনীর বিরুদ্ধে। পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের অভিযোগ সূত্রে জানা যায় বোরগাও বিলাসী পাড়ার মতিউর রহমান মতির পুত্র আনোয়ার ও ফজলুর রহমানের মেয়ে হাওয়াকে দেড় মাস পূর্বে বাড়ির সামনে বাংলা ঘরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় দেখতে পায় আবদুল হাকিমের স্ত্রী রৌশনারা। বিষয়টি উভয়ের অভিভাবকদের জানালে ক্ষিপ্ত হয়ে মতিউর রহমান ও ফজলুর রহমান গংরা রৌশনারার বাড়িতে হামলা করে আবদুল হাকিম রৌশনারা কে পিটিয়ে আহত করে।উল্টো রৌশনারার বিরুদ্ধে স্থানীয় সিন্ডিকেট তৈরি করে গ্রাম্য শালিশের রৌশনারাকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে।উক্ত টাকা দিতে না পারায় মতি বাহিনীর ও ফজুল বাহিনীর লোকজন তাদের কে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।নিরুপায় হয়ে অসহায় রৌশনারার পরিবার আত্মীয় স্বজনের বাড়িতে ১৫ দিন থেকে গত ০৬/০৯/২০২২ইং তারিকে বিষয়টি লিখিতভাবে পুলিশ সুপারকে অবহিত করে বাড়ি ফিরলে ০৭/০৯/২০২২ সকালে ফজলুর রহমান গংরা মিলিত হয়ে রড শাবল দিয়ে রৌশনারার হাত পা ভেঙে ফেলে রাখে এলাকাবাসী উদ্ধার করতে ব্যর্থ হলে তাড়াইল থানার পুলিশের সহায়তায় আহত রৌশনারাকে উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়। উক্ত ঘটনায় ০৮/০৯/২০২২ ইং তারিখে তাড়াইল থানায় ০৭ জন কে আসামী করে একটি মামলা রুজু করা হয়। যাহার নং- ২৮১২৩/১। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ১ জনকে আটক করতে সমর্থ হয়েছে। অন্য দিকে একটি সূত্রের দাবি স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালীদের সহযোগিতায় মতি ও তার পুত্র আনোয়ার ধরা ছোয়ার বাহিরেই রয়ে গেলো। ফলে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমনকি ঘটনাটি নিয়ে মোবাইলে মতিউর রহমানের সাথে কথা হলে তার মোবাইলে তাড়াইলে কথিত এক সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি মতির বিষয়ে লিখলে কিশোরগঞ্জের সাংবাদিক কে মামলার হুমকিও দিয়েছে পরিচয়দানকারী সাংবাদিক।