শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

সাংবাদিক শিরিনকে গুলি করার কথা ‘স্বীকার’ ইসরাইলের!

সাংবাদিক শিরিনকে গুলি করার কথা ‘স্বীকার’ ইসরাইলের!

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনি-মার্কিন  সাংবাদিক শিরিন আবু আকলেহের ‘দুর্ঘটনাবশত’ ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া গুলিতে নিহত হওয়ার ‘উচ্চ সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছে তেল আবিব।  বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ স্থানীয় সময় সোমবার বিকেলে হত্যাকাণ্ডের বিষয়ে তাদের নিজস্ব তদন্তের ফলাফল প্রকাশ করেছে। সেখানেই এই বিষয়গুলো উঠে এসেছে।

চলতি বছরের ১১ মে জেনিনে ইসরাইলি বাহিনীর একটি অভিযানের সংবাদ সংগ্রহ করতে যান শিরিন আবু আকলেহ ও অন্যান্য সাংবাদিকরা।

এ সময় শিরিনের মুখে এসে আঘাত করে একটি বুলেট। সেই একটি বুলেটের আঘাতেই মৃত্যু হয় তার।

শিরিন ১৯৯৭ সাল থেকে আল জাজিরার হয়ে কাজ করেছিলেন। তিনি তার রিপোর্টে তুলে আনার চেষ্টা করেছেন ফিলিস্তিনের ওপর ইসরাইলের নিগ্রহের বিষয়টি।  শিরিনের মুখে যখন গুলি লাগে তখন তিনি হেলমেট ও প্রেস লেখা জ্যাকেট পরে ছিলেন।

প্রত্যক্ষদর্শী, আল জাজিরা, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের অসংখ্য তদন্তে বলা হয়েছে যে একজন ইসরাইলি সেনা আবু আকলেহকে হত্যা করেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana