সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে শূন্যহাতে দেশে ফেরে বাংলাদেশ দল। দেশে ফেরার একদিন পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকু রহিম।
অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজ্জাক বলেন, আমি আশা করি বাংলাদেশ যখন বড় কোন টুর্নামেন্ট খেলতে যায় তখন বড় কিছুই করবে। আমি নিজে যখন খেলতাম তখনো যেমন আশা করতাম এখনো ঠিক একইরকম আশা করি।
তিনি আরও বলেন, যদিও এবারের এশিয়া কাপে আমরা ভালো কিছু করতে পারেনি, তবে দলের ইন্টেন্ট ছিল অসাধারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি দল এমন চিন্তাধারা নিয়ে খেলে তাহলে ফলাফল করা খুব কঠিন কিছু হবে না।