সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভৈরবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু কিছু লোক সবসময় বিরোধিতা করবেই, উলটা-পালটাও বলবে: প্রধানমন্ত্রী আরও তিন দিন ঝড়োহাওয়া বজ্রবৃষ্টির আভাস টি আর,কাবিখার টাকা গোবিন্দপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের পকেটে ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার কিশোরগঞ্জে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ জারইতলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিশোরগঞ্জে বঙ্গবন্ধু উদ্যান ও কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মানের দাবী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভৈরবে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ভৈরবে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করাই হোটেল সহ ৫ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে শহরের ভৈরব বাজার, ভৈরবপুর উত্তরপাড়া ও রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলহাস হোসেন সৌরভ।

এসময় ভৈরব বাজারে হোটেল আহাদকে ৩০হাজার, হোটেল আরিয়ানকে ১০ হাজার, হোটেল বাদশাকে ১০হাজার, ভৈরবপুর উত্তরপাড়ায় সান মিষ্টান্ন কারখানাকে ৪০ হাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় হানিফ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা সহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম ও এসআই মনির হোসেনসহ পুলিশ সদস্যরা ওই অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলহাস হোসেন সৌরভ জনান, প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে রোববার অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন ও বিক্রির দায়ে তিনটি খাবার হোটেলকে ৫০ হাজার ও দুইটি মিষ্টির দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা এবং তাদের সতর্ক করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana