শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করাই হোটেল সহ ৫ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে শহরের ভৈরব বাজার, ভৈরবপুর উত্তরপাড়া ও রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলহাস হোসেন সৌরভ।
এসময় ভৈরব বাজারে হোটেল আহাদকে ৩০হাজার, হোটেল আরিয়ানকে ১০ হাজার, হোটেল বাদশাকে ১০হাজার, ভৈরবপুর উত্তরপাড়ায় সান মিষ্টান্ন কারখানাকে ৪০ হাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় হানিফ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা সহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম ও এসআই মনির হোসেনসহ পুলিশ সদস্যরা ওই অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলহাস হোসেন সৌরভ জনান, প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে রোববার অস্বাস্থ্যকর পরিবেশ খাবার উৎপাদন ও বিক্রির দায়ে তিনটি খাবার হোটেলকে ৫০ হাজার ও দুইটি মিষ্টির দোকানকে ৪৫ হাজার টাকা জরিমানা এবং তাদের সতর্ক করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।