সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
খেলা ডেস্ক:
এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফেরার একদিন পরই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।
মুশফিকের এমন ঘোষণার পরই জাতীয় দলের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা আবেগঘন প্রতিক্রিয়া জানান।
সম্প্রতি টি-টোয়েন্টি থেকে অবসর নেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকের অবসর ঘোষণার পর ফেসবুকে ট্যাটাস দেন তিনি।
তামিম লেখেন— ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার। টেস্ট ও ওয়ানডেতে এখনো অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!