সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নে অবস্থিত আকন্দ স্মৃতি পাঠাগার ও সংগ্রহশালার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি মুখলেছুর রহমান আকন্দ। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক সুমন। প্রধান আলোচক ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক সাদী। পাকুন্দিয়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি আফসার আশরাফীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কবি মাজহারুল ইসলাম, ছড়াকার রফিকুল ইসলাম খোকন প্রমুখ। পরে অতিথিবৃন্দ আকন্দ স্মৃতি পাঠাগার ও সংগ্রহশালার শুভ উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে পাঠাগারের প্রতিষ্ঠাতা মুখলেছুর রহমান আকন্দকে কিশোরগঞ্জের গ্রন্থাগার ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের ইতিহাস বই উপহার দেন বইটির লেখক আমিনুল হক সাদী। এ সময় পাঠাগারের দায়িত্বশীলগণ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।