সোমবার, ০৫ Jun ২০২৩, ০৪:৩০ অপরাহ্ন
একুশে ডেস্ক:
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) স্বর্ণপদক পেয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় পর্যায়ে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনজন প্রকৌশলীকে আইডিইবি স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেওয়া হয়। তাদের মধ্য একজন বাপেক্সের এমডি মোহাম্মদ আলী।
এর আগে মোহাম্মদ আলী বাপেক্সকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করায় ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ পেট্রোবাংলা সম্মাননা স্বারক প্রদান করা হয়।
মোহাম্মদ আলী বলেন, স্বর্ণপদক পাওয়া নিশ্চয়ই জীবনের একটা বড় পাওয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব সদস্যদের প্রতি, যারা আমার কাজকে মূল্যায়ন করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদক অর্জনে সহায়তা করেছেন।