সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন
আগুন আমিন (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারে অবস্থিত একটি তুলার মিলে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার মঠখোলা নামা বাজারে অবস্থিত আবুল হোসেনের তুলার মিলে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায়, রাত ৯ টার দিকে হঠাৎ তুলার মিলে আগুন লেগে মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আশপাশে থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। ততক্ষনে মিলে থাকা তুলা ও তুলা প্রক্রিয়াজাতকরনের মেশিন পুড়ে যায়।
মিলের মালিক আবুল হোসেন জানান, অগ্নিকান্ডের ফলে তুলা প্রক্রিয়াজাতকরনের একটি মেশিনসহ মিলে থাকা প্রায় ৪০ মণ তুলা পুড়ে গেছে। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
মঠখোলা নামা বাজার পরিচালনা কমিটির সভাপতি হোসেন ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মিল মালিকের প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান জানান, আগুনের সূতপাতের বিষয়টি জানা যায়নি। ফায়ার সার্ভিসের ১টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকা-ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসময় পাকুন্দিয়া থানার এস আই মজিবুর রহমান ও এগারসিন্দুর ৬নং বিট কার্যালয়ের দায়িত্বে থাকা এস আই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।