সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন
খেলা ডেস্ক:
আন্তর্জাতিক পরিসরে ক্রিকেটে ভালো অবস্থান গড়ে নিলেও ফুটবলে অনেক পিছিয়ে বাংলাদেশ। অন্যদিকে ঠিক উল্টোটা ইউরোপের দেশ নেদারল্যান্ড বা হল্যান্ডের বেলায়।
আর র্যাংকিংয়ে এতোটা নিচের দলের ফুটবল খেলা দেখে হল্যান্ডের বাসিন্দারা! এমনটাই জানালেন জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার তারিক কাজী।
এ বাংলাদেশি ফুটবলার ফিনল্যান্ডেরও নাগরিক। প্রিমিয়ার লিগ শেষে ছুটি কাটাতে সম্প্রতি ফিনল্যান্ডে যান তারিক। সেখান থেকে ডাচ বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নেদারল্যান্ডসে।
স্বভাবতই বন্ধুদের আড্ডায় আলোচনায় ছিল ফুটবল। আলোচনার এক পর্যায়ে হল্যান্ডের অনেকেই বাংলাদেশের ফুটবল অনুসরণ করেন বলেন জানান।
তারিক বলেন, ‘হল্যান্ড থেকে বাংলাদেশের ফুটবলে অনেকেই দেখেন। বিশেষ করে জাতীয় দলের ম্যাচ তারা আগ্রহ নিয়েই দেখে।’
চোটের কারণে এশিয়া কাপ বাছাইয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েন তারিক। চোট সেরে ফের জাতীয় দলে ফিরেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে জাতীয় দলের অনেকেই আমার ক্লাবমেট। একই সঙ্গে ক্লাবে অনেক সময় কাটিয়েছি। ফলে আমার কাছে বিশেষ কিছু মনে হচ্ছে না।’
লিগের পর তিন সপ্তাহের বেশি ছুটিতে ফিটনেসের উপর কাজ করছেন বলে জানালেন তারিক।
বললেন, ‘এখন ফিটনেস নিয়েই কোচ বেশি জোর দিয়েছেন। কারণ আমরা বেশ কিছু দিন খেলার বাইরে ছিলাম।’