সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)। সোমবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।
সভায় কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান বেলাল, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, সদস্য সচিব শেখ ফরিদ আহমেদ, কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফাতেমা জোহরা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল-আমিন হোসাইনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।