সোমবার, ০৫ Jun ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দিলেন রাষ্ট্রপতি পুত্র রাসেল

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দিলেন রাষ্ট্রপতি পুত্র রাসেল

স্টাফ রিপোর্টার:

এক হাজার শিক্ষার্থী-শিক্ষক ও শ্রোতাদের হাতে একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ তুলে দিলেন রাষ্ট্রপতির কনিষ্ঠ পুত্র রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রাসেল আহমেদ তুহিন।

শোকসভায় রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী মহান মুক্তিযুদ্ধের পটভূমি এবং বাঙালি জীবনের এক ঐতিহাসিক স্মারক গ্রন্থ। তাই বঙ্গবন্ধুকে জানতে এবং মহান মুক্তিযুদ্ধের পটভূমির কথা জানতে সব শিক্ষার্থী-শিক্ষকসহ শ্রেণি-পেশার লোকজনকে এ বইটি পড়ার আহবান জানান।

এ শোক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু, হোসেনপুর পৌরসভার মেয়র আবদুল কাইয়ুম খোকন, কিশোরগঞ্জ সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana