শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥ ভৈরবে ডাকাতি মামলার আসামি লিটন মিয়া কে গ্রেফতার করেছে ভৈরব নৌ-থানা পুলিশ । সে লুন্দিয়া গ্রামের লিয়াকত মিয়ার পুত্র । গ্রেফতারকৃতকে আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে । গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নৌ-থানার উপ-পরিদর্শক রাসেলের নেতৃত্বে শনিবার গবীর রাতে শ্রী-নগর গ্রাম থেকে লিটন কে গ্রেফতার করে নৌ-পুলিশ । এ বিষয়ে ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ সাইদুর রহমান জানান, সম্প্রতি ভৈরব ছাত্রলীগের নেতা-কর্মীরা হাওর এলাকা ভ্রমণ শেষে নৌ-পথে ভৈরবে আসার পথে আগানগর এলাকায় পৌছলে একদল ডাকাত ছাত্রলীগের নৌকা আটকিয়ে মারধোর কওে মোবাইল ও টাকা –পয়সা ছিনিয়ে নেয় । এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে থানায় ডাকাতির মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতারকৃত লিটন । এর আগে এ মামলার প্রধান আসামি বর্তমান আগানগর ইউপির সদস্য শহীদ কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।