রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪২ পূর্বাহ্ন
হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মরত ফার্মাসিস্ট ওবায়দুল হক (৪০) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভোগ ছিলেন।
শনিবার (২৭ আগষ্ট) ভোরে পশ্চিম দ্বিপেশ্বর কাচারী পুকুর পাড় নিজ বাসায় ইন্তেকাল (ইন্নালিল্লাহে….রাজেউন) করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে যান।
হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে বাদ জোহর মরহুমের নামাজের প্রথম জানাযা এবং পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর অকাল মৃতুতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো গভীর শোক প্রকাশ করেছেন।