সোমবার, ০৫ Jun ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন

কৃষি সচিব সায়েদুল ইসলামের কিশোরঞ্জ পরিদর্শন

কৃষি সচিব সায়েদুল ইসলামের কিশোরঞ্জ পরিদর্শন

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মোঃ সায়েদুল ইসলাম শনিবার কিশোরগঞ্জ পরিদর্শন করেছেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিশোরগঞ্জ উপকেন্দ্রে পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানানো হয়। কৃষি সচিবের সাথে প্রতিনিধিদলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এস এম সোহরাব উদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (পরিপল্পনা ও মূল্যায়ন), ড.অপূর্ব কান্তি চৌধুরী।
এসময় কৃষি সচিবকে ফুল দিয়ে বরণ করে নেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র কিশোরগঞ্জের ইনচার্জ কৃষিবিদ ড.মোহাম্মদ আশরাফুল আলম, এসও কৃষিবিদ রঞ্জন চন্দ্র দাস, সরেজরিম গবেষনা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন। কৃষকদের পক্ষে পাকুন্দিয়া কৃষক লীগেরর সভাপতি আব্দুল আওয়াল, লতিবাবাদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
পরে কৃষি সচিব কিশোরগঞ্জ ভাসমান আধুনিক কৃষি প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও কৃষক সমাবেশ আধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও কৃষক সমাবেশ-২০২২ এ অংশ নেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিশোরগঞ্জ উপকেন্দ্রের হলরুমে সরেজমিন গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষিগবেষণা ইনস্টিটিউট আয়োজনে ভাসমান বেডে সবজী ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পে (বারি অংগ) অর্থায়নে দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যকমে উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana