রবিবার, ১১ মে ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
সর্ব প্রথমে সবাইকে ইহা বলে রাখি,
রাজার আদেশ পালন করতে যেন-
সদা অনুগত থাকি।
জানি-রে জানি, মূর্খ্য তোদের-
স্বার্থ আছে ব্যাক্তিগত,
তাই বলে দাম বাড়াবি নাকি ?
যত খুশী তত!
সরকারি অনুমোদন ছাড়ি,
যারা করছিস দ্রব্য-মূল্যের-
চরম ঊর্ধ্বগতি….!
রাজার আদেশ পালন না করে তোরা
করছিস কিন্তু বাড়াবাড়ি,
দেব রে দেব তোদের
কঠিন শাস্তি !
বানিয়ে তোদের রোগী,
হসপিটালের টিকিট দেব-
হাতে ধরি !
কোন প্রকার রক্ত-পাত হবে না,
কেবল কাটবো-ছিঁড়বো-
হার্ট-লিভার-কিডনী !
তোরা আমার পিঞ্জরায় রাখা-
পোষা পোল্ট্রি মুরগি,
শুধু ওজন করবো-গলা কাটবো-
ধার দেয়া আছে ছুরি !
ছি! ছি! ছি! দুটো টাকার জন্য-
হতে পারলি তোরা-
এতোটা লোভী !
গরীবের পেটে মারছিস কিনা ?
দিনের পর দিন লাথি !
তোদের দেহের চামড়া কেটে –
লঙ্কা -লেবু লাগাবো-
নুন দেবো আরও ছিটি !
কলা গাছের ডাউগ্গা-
নপুংসক না হলে পরে-
আজিকে তোরা-আউগ্গা,
নাকে দড়ি লাগাবো-গোটা পৃথিবী ঘুরাবো-
বানিয়ে তোদের কামলা !
তোরা আমায় জেনে- নে, চিনে -নে-
আমি এ জগতের এক্সিলেন্ট ‘ডিজিটাল কবি’
দুষ্টুদের বিরুদ্ধে যুদ্ধ করবে সর্বদা-
মোর রক্তে লিখা কবিতা, মহা-শক্তিশালী অস্ত্র-মসি !
(সংক্ষিপ্ত)
কবি: এক্সিলেন্ট ‘ডিজিটাল কবি’
ছদ্ধ নাম: মহাবাহু