শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন
আমিনুল ইসলাম বাবুল:
কিশোরগঞ্জের তাড়াইলে ১ লাখ ৬২ হাজার টাকার ৪৮ বোতল বিদেশি মদ ও ৩ হাজর ৫০০ টাকার ২৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াইল থানার ওসি মো. রফিকুল ইসলাম এঁর নেতৃত্বে এস.আই গোলাম কবীর বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ তাড়াইল বাজার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ৪৮ বোতল বিদেশি মদ ও ২৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, তাড়াইল বাজারের গৌতম ভৌমিকের পুত্র শান্ত ভৌমিক (২০), একই এলাকার মো. হাশেম মিয়ার পুত্র সোহেল মিয়া (২২), শাহিন মিয়া (৩০), পিন্টু পালের পুত্র পিয়াস পাল (২৩) এবং মৃত গিয়াস উদ্দিনের পুত্র রাসেল মিয়া (৩২)।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তাড়াইল বাজার কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি ও ২৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে তাড়াইল থানায় আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।