সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু কিছু লোক সবসময় বিরোধিতা করবেই, উলটা-পালটাও বলবে: প্রধানমন্ত্রী আরও তিন দিন ঝড়োহাওয়া বজ্রবৃষ্টির আভাস টি আর,কাবিখার টাকা গোবিন্দপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের পকেটে ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার কিশোরগঞ্জে জাতির পিতার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা দোয়া ও মিলাদ জারইতলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কিশোরগঞ্জে বঙ্গবন্ধু উদ্যান ও কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মানের দাবী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হলে বিশ্বনেতা হওয়াও সম্ভব: ডেপুটি স্পিকার
কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত তিন উপজেলা সফরের তৃতীয় দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার বিকালে কিশোরগঞ্জের মিঠামইনে সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি সেনানিবাস এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ, মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীনসহ সংশ্লিষ্ট কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রাষ্ট্র্রপতিকে স্বাগত জানান। সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া সেনানিবাস নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। পরে রাষ্ট্রপতি একটি জলযানে চড়ে ২৭৫ একর নির্মাণাধীন সেনানিবাস এলাকার একটি স্থান পরিদর্শন করেন। রাষ্ট্রপতি সেনানিবাসে একটি বটগাছের চারাও রোণ করেন।
উল্লেখ্য, ২৭৫ একর জমির উপর মিঠামইন সেনানিবাস নির্মান হচ্ছে। এরই মধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে এ বছরের এপ্রিলে।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় কিশোরগঞ্জ-৪(বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৫ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম এবং উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতি গত সোমবার (২২ আগষ্ট) কিশোরগঞ্জের হাওরাঞ্চলের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করতে এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে চার দিনের সফরে এসেছেন। রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিকালে ঢাকায় ফিরবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana