সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৪৬ অপরাহ্ন

ভিসা জটিলতায় যেতে পারেননি তাসকিন-বিজয়

ভিসা জটিলতায় যেতে পারেননি তাসকিন-বিজয়

খেলা ডেস্ক:

২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এবারের এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার বিকেলে সোয়া ৫টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ ক্রিকেট দল।

এব্যাপারে তাসকিন জানিয়েছেন, ভিসা আসতে দেরি হওয়ায় যাত্রা একদিন পিছিয়ে গেছে। বুধবার দুবাই উড়ে যাবেন তাসকিন-বিজয়।

এশিয়া কাপের দলে শেষ মুহূর্তে যোগ হওয়া ওপেনার নাঈম শেখ ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া থেকে দুবাই পৌঁছেছেন।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়ায় তিনি এই সফরে যাচ্ছেন না। নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামের অধীনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্স, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট যাচ্ছেন এশিয়া কাপে।

৩০ অগাস্ট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়া কাপের বাংলাদেশ দল:  সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়,  মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন , নাঈম শেখ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana