রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে দিনরাত পরিশ্রম করে থাকেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু মুশফিকের ঠিক উল্টো সাকিব আল হাসান। অল্প অনুশীলনেই মাঠ কাঁপিয়ে দেন দেশসেরা এই অলরাউন্ডার।
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন, যেহেতু আপনারা মিরপুরে থাকেন, তো আমি নিশ্চিত আপনারা মিরপুরের বাইরে দেখতে পাবেন না। আর আমি অত ভিডিও পোস্ট করি না। তো স্বাভাবিকভাবেই কেউ জানে না যে, আমি অনুশীলন করছি কী করছি না।
সাকিব আরও বলেন, আমি নিশ্চিত যে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে তার সম্ভাব্য সেরা অবস্থানে থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্টে খেলার। যদি কারও বেশি অনুশীলন লেগে থাকে, সেটাতে দোষের কিছু নাই। কম লেগে থাকলেও দোষের কিছু নেই। গুরুত্বপূর্ণ হলো ওই ক্রিকেটার নিজে বুঝতে পারছে কিনা তার আসলে কতটুকু দরকার।