মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন
এম.এ হালিম,বার্তা সম্পাদক :
আওয়ামীলীগ নেতাসহ ২২ জনের বিরুদ্ধে হয়রানী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভৈরবে আগানগরে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
আজ রোববার দুপুরে আগানগরের গকুল নগরে এলাকাবাসিদের আয়োজনে সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির মোল্লা লিখিত বক্তব্যে জানান, গত ইউপি নির্বাচনে শফিকুল ইসলাম আকাশ ও বিল্লাল মিয়া আগানগর ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতি দ্বন্ধিতা করে ২ জনই পরাজিত হন। পরাজিত আকাশ প্রতিহংিসার বর্শবর্তী হয়ে তার সমর্থকরা আমাদের ছেলে তারেক কে মারধোর করে আহত করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিল্লাল মিয়া সমর্থকদের সাথে আকাশ সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় আমাদের পক্ষের কয়েক জন আহত হয়। পরে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আকাশ ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ এনে আমাকে ও সাবেক মেম্বার বিল্লাল মিয়াসহ ২২ জনের বিরুদ্ধে ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছে। শুধু তাই নয় এ মামলায় একসাথে বাবা ও পুত্রকেও আসামি করা হয়েছে । তাই মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট দাবী জানান তারা। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক মেম্বার আকবর আলী, সাবেক ও পরাজিত মেম্বার বিল্লাল মিয়া, স্থানীয় সমাজ সেবক মোঃ মস্তু মিয়া,গোলাপ মিয়াও আক্কাছ মিয়া প্রমূখ সংবাদ সন্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল করা হয়।