শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নব যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) বলেছেন, শৃঙ্খলা রক্ষায় যে ব্যবস্থা নেয়ার দরকার তাই নিবো শৃঙ্খলা রক্ষায় কোনো আপোষ হবে না। আপনারা কিশোরগঞ্জের স্থানীয় মানুষ। আপনারা অন্তর থেকে কাজ করেন। আমাদের কথা স্থানীয় মানুষদের মাঝে পৌঁছে দেন আপনারা। জেলার শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি। শনিবার (২০ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, মাদক, কিশোর গ্যাং, জঙ্গি নির্মুলে আমরা আগের চেয়েও বেশি একাগ্রতা নিয়ে কাজ করব। যানজট নিরসন ও অপরাধ দমনে কাজ করব। কমিউনিটি পুলিশকে পুর্নগঠন করব। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি হবে আশা করি। একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আল-আমিন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এ.বি.এম লুৎফর রাশিদ রানা, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, এ.কে. নাছিম খান, আলম সারোয়ার টিটু, শেখ মাসুদ ইকবাল, সাইফ উদ্দীন আহমেদ লেনিন, আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য-সচিব মনোয়ার হোসাইন রনী, সাংবাদিক শফিক আদনান, সংবাদ সারাবেলার কিশোরগঞ্জ প্রতিনিধি মো.ইমরান হোসেন, কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আলী রেজা সুমন, সহ-সভাপতি হুমায়ুন কবির, এ.এম ওবায়েদ, সাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার মিতু প্রমুখ।