বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে প্রথমবারের মতো ব্যান্ড ‘দৃক’ নিয়ে আসছে তিন পর্বের মিউজিকাল ফিল্ম। এই মিউজিক্যাল ফিল্মের প্রথম পর্বে থাকছে ‘রং আলোড়ন’ গানটি।
দেশের জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘দৃক’-এর পথচলা শুরু ২০০২ সালে। এখন পর্যন্ত তারা ব্যান্ডের নামে একটি অ্যালবামসহ বেশকিছু জনপ্রিয় সিঙ্গেল উপহার দিয়েছেন শ্রোতাদের। ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন ভোকালে সাইফ, বেইস গিটারে রাহি, ড্রামসে উপল, গিটারিস্ট মোহন্ত এবং অতিথি গিটারে রাফি।