শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৩:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের বর্ধিত সভা শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. জিল্লুর রহমান।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ সভাপতি নেছার উদ্দিন খান, জিয়াউদ্দিন সরকার, বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, এম এ হানিফ, কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, আবু তাহের, জহির উদ্দিন শফি, দ্বীন ইসলাম প্রমুখ।
সভায় প্রতিটি ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্ন করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে জেলার প্রতিটি উপজেলা কমিটির সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিটি উপজেলাকে সম্মেলনের তারিখও নির্ধারণ করে দেওয়া হয়।
সভায় জেলার ১৪ টি সংগঠনিক উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।