শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার একটি অস্ত্র গুদামে আগুন লাগার পর সেখানকার দুইটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক বিবৃতিতে বলেন, বেলগ্রোদ প্রদেশের ইউক্রেনের সীমান্ত থেকে ৫০ কিলোমিটারেরও কম দূরে তিমোনোভো গ্রামের কাছে একটি গোলাবারুদ ডিপোতে আগুন লেগেছে।
তিনি বলেন, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তিমোনোভো ও পার্শ্ববর্তী সোলোতি গ্রামের বাসিন্দাদের ‘নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া’ হয়েছে। কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে বলেও জানিয়েছেন তিনি।
ক্রিমিয়াতে একটি সামরিক ঘাঁটি এবং অস্ত্র গুদামে বিস্ফোরণের কয়েকদিন পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।