আতাউল হাসান দিনার:
শোকাবহ আগষ্ট ও ২০০৫ সালের ১৭ আগষ্টের সিরিজ বোমা হামলার প্রতিবাদে গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও বঙ্গবন্ধু “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. জিল্লুর রহমান, প্রধান বক্তা ছিলেন রাসেল আহমেদ তুহিন। জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মীর আমিনুল ইসলাম সোহেল সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্হিত সকলের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও একটি ডায়েরি উপহার দেওয়া হয়।