শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

গণগ্রন্থাগার অধিদপ্তরের সনদ পেলো বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছিদ্দিক হোসাইন পাঠাগার

গণগ্রন্থাগার অধিদপ্তরের সনদ পেলো বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছিদ্দিক হোসাইন পাঠাগার

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভূক্তিকরণ সনদ পেলো কিশোরগঞ্জের বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছিদ্দিক হোসাইন পাঠাগার। বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠাগারের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছিদ্দিক হোসাইনের হাতে সনদপত্র তুলে দেন গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক সুমন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হক সাদী প্রমুখ।
কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আজিজুল হক সুমন জানান, এ যাবত জেলায় ৭৩টি বেসরকারী পাঠাগারকে গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভূক্তিকরণ সনদ প্রদান করা হয়েছে। এরমধ্যে বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছিদ্দিক হোসাইনের প্রতিষ্ঠিত পাঠাগারকে একজন বীরযোদ্ধার সম্মানে ৭১ তম স্থানে ও নাম্বারে সনদ প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana