রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:২৮ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ওড়ানো হয়েছে ৮০-৮৫ কেজি ওজনের ৭,৫০০ বর্গফুট দৈর্ঘ্যের দেশটির জাতীয় পতাকা।
বিশাল ওই পতাকাটি ভারতের আনাচে-কানাচে প্রদক্ষিণ শেষে সোমবারই শ্রীনগর পৌঁছায়।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ডাল লেক পরিদর্শন করে ওই পতাকাকে স্যালুট করেন।
তিনি বলেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে জম্মু ও কাশ্মীর ‘হর ঘর তেরঙ্গা’ উৎসবের অধীনে এত বিশাল আকারের জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করছে।