শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

ভৈরবে এতিম ও গরীব শিশুদের বিনামূল্যে সুন্নতে খাৎনা, ঔষধ ও লুঙ্গি গামছা বিতরণ

ভৈরবে এতিম ও গরীব শিশুদের বিনামূল্যে সুন্নতে খাৎনা, ঔষধ ও লুঙ্গি গামছা বিতরণ

এম.এ হালিম,বার্তাসম্পাদক ॥

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভৈরবে ২৩ জন এতিম ও গরীব শিশুদের সুন্নতে খাৎনা , ঔষধ ও লুঙ্গি গামছা বিতরন করা হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সপ্তাহ ব্যাপী স্বাস্থ্য সেবার অংশ হিসেবে সকাল থেকে দিন ব্যাপী ২৩ জন এতিম ও গরীব শিশুদেরকে বিনামূল্যে সুন্নতে খাৎনা করার পর ঔষধ, নতুন লুঙ্গি ও গামছা বিতরন করা হয় ।সুন্নতে খাৎনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ এর সার্বিক তত্বাবধানে অংশ নেন সার্জারী কনসালট্যান্ট ডাঃ তাপস কুমার দাস, মেডিক্যাল অফিসার ডাঃ নাজমুল হোসেন, ডাঃ আদনান আহসান (তন্ময়) ডাঃ সোহাগ মিয়া ও ডাঃ সোহরাব হোসেন সৌরভ প্রমূখ। এছাড়া ও ৭টি ইউনিয়ন ও পৌরসভার সবকটি ওয়ার্ডে বাড়ি বাড়ি করোনার টিকা প্রদান করা হয়েছে । তবে এ চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে । এছাড়া ও কর্মসূচীর অংশ হিসেবে বিসামূল্যে ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রƒপ নির্ণয় এবং ট্রমা সেন্টারে ২শ ৬১ জন মহিলাদের জরায়ু ও ব্রেষ্ট ক্যানসারের প্রাথমিক রোগ নির্ণয় পরীক্ষা করানো হয়েছে । এদের মধ্যে ৫ জনের জরায়ু ক্যানসার প্রাথমিক পর্যায়ে সনাক্ত হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সপ্তাহ ব্যাপী স্বাস্থ্য সেবা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা,রক্তের গ্রƒপ নির্ণয়, বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা প্রদান,২শ ৬১ জন মহিলাদের জরায়ু ও ব্রেষ্ট ক্যানসারের প্রাথমিক রোগ নির্ণয় পরীক্ষা এবং ২৩ জন এতিম ও গরীব শিশুদেরকে সুন্নতে খাৎনা করার পর বিনা মূল্যে ঔষধ ও নতুন গামছা ও লুঙ্গি প্রদান করা হয়েছে । আমারে লক্ষ্য আরো যদি কোন শিশু সুন্নতে খাৎনা করার জন্য এলে তাদেরকে ও করানো হবে । আমাদের সেবা অব্যাহ থাকবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana