সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের মহিনন্দে যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৫ আগস্ট) সকালে মহিনন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউপি সচিব আয়শা সিদ্দিকা,ইউপি সদস্য কামাল উদ্দিন,হাবিবুর রহমান, রফিকুল ইসলাম,আ.হালিম,খায়রুল ইসলাম প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আমিনুল হক সাদী।
অপরদিকে মহিনন্দের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। এরই ধারাবাহিকতায় যুব উন্নয়ন পরিষদ, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের যৌথ উদ্যোগে আলোচনাসভা, বঙ্গবন্ধুর জীবনীমুলক বই বিতরণ, দোয়া ও আলোচনাসভার আয়োজন করে। দিবসটির শুরুতেই সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিকেলে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারে “বঙ্গবন্ধুর হত্যাকান্ডে কিশোরগঞ্জে প্রথম প্রতিবাদ” শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী। পাঠাগারের সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিনন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ মনসুর আলী। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে বঙ্গবন্ধুর জীবনীমুলক বই পুরস্কার প্রদান করেন। এ সময় পাঠাগারের কার্যকরী পরিষদের সদস্যগণ ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।