এম. এ হালিম,বার্তাসম্পাদক:
কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,কোরআন খতম,দোয়া মাহফিল ও কাঙালীভোজসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বঙ্গ-বন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকীপালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।পরে মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলিগ ও অঙ্গসংগঠন।এছাড়া ভৈরব থানা,হাইওয়ে থানা,নৌ- থানা,রেলওয়ে থানাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গ- বন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত এবং কাঙালী ভোজের আয়োজন করা হয়।