সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন
মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আজিজ উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দগন অংশগ্রহণ করেন। পরে একই স্থানে বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে আরও একটি আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আজিজ উল্ল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে পরিষদের ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনের উপর আলোচনা করেন আলহাজ্ব এস.এম আজিজ উল্ল্যাহ। এর আগে অন্যান্য নেতৃবৃন্দগন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন, আওয়ামী লীগের কান্ডারী, কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমীন ভূঁইয়া টিংকু। এছাড়াও সকাল ১০ টায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতার শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়। বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনষ্টিত হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাট্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। অপরদিকে ফরিদপুর হযরত মাওলানা আবু আলী আক্তার উদ্দিন শাহ্ কলন্দর গউস পাক (রঃ)’র মাজার শরীফে জাতির পিতার শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ফরিদপুর ইউনিয়ন যুবলীগ নেতা আবুল বাসার ভূঁইয়ার উদ্যোগে দুপুর আড়াটার দিকে মাজার শরীফে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় জাতির পিতার শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারেক আজিজ খান ইকবাল।