শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। (সোমবার ১৫ আগষ্ট) সকালে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইটনা উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার ও তার ছোট ভাই বিজয় কর্মকার।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে নিজেদের দোকানে জাতীয় পতাকা টানাতে যান ছোট ভাই বিজয় কর্মকার। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হৃদয় কর্মকারও তড়িতাহত হয়ে পড়েন।
আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।