বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ যুব উদ্যেক্তা ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জেড এ সাহাদাৎ হোসেন।
এতে বক্তব্য রাখেন জাতীয় যুব পদকপ্রাপ্ত সফল আতœকর্মী রিমা আক্তার,কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি যুব সংগঠক আমিনুল হক সাদী,যুব সংগঠক আতা মোহাম্মদ উবায়েদ রনি, উদ্যেক্তা তাহমিনা কবীর, গোলসানা আফরোজ, শেখ সোমা, মিতালী রায় ,আফরিন রহমান তুলি, মার্জিয়া হক সিদ্দিকী, যুব নারী সংগঠক মমতা, মিঠুন বসাক, খালেদ সাইফুল্লাহ বাবু প্রমুখ।
সভায় উদ্যেক্তাগণ স্ব স্ব কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন ও তাদের মতামত ব্যক্ত করেন। সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার জেড এ সাহাদাৎ হোসেন জানান,আজকের উদ্যেক্তা ফোরামের সভায় বিভিন্ন এলাকার ২৫জন যুব উদ্যেক্তা অংশ গ্রহণ করেন। এসব উদ্যেক্তাদের নিয়ে একটি ফোরাম গঠন করা হবে।