শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের মধ্যযুগীয় কীর্তিময়ী কবি চন্দ্রাবতীর স্মৃতি বিজড়িত বসতভিটা ও মন্দির পরিদর্শন করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো বিএমইটি এর মহাপরিচালক অতিরিক্ত সচিব কবি ও প্রাবন্ধিক মোঃ শহীদুল আলম এনডিসি।
শনিবার বিকেলে জেলা সদরের মাইজখাপনের কাচারীপাড়ায় অবস্থিত কবি চন্দ্রাবতী ও তার বাবা কবি দ্বিজবংশি দাসের মঠ পরিদর্শন করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান প্রতœতত্ত্ব অধিদপ্তরের সাইট পরিচারক কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী।
তার সাথে ছিলেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মোহাম্মদ জাভেদ রহিম ও প্রশিক্ষকবৃন্দ। পরিদর্শনকালে তিনি কবি চন্দ্রাবতীর ইতিহাস জেনে ও তার অমর কীর্তি দেখে পুলকিত হন।