শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১১আগস্ট হাসপাতাল সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জ- ১ আসনের সংসদ সমস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: হাবিবুর রহমান, অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা: মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, বিএমএ সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দ্বীন মুহাম্মদসহ আরো অনেকেই।
সভায় হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসা সেবা নিশ্চিত করা, ময়লা আবর্জনা পরিষ্কারসহ নানা সংকট নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে। হাসপাতালের ব্যবস্থাপনায় এই কমিটি প্রতি ২ মাস অন্তর সভার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ৭ম সভাটি অনুষ্ঠিত হলো।