শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

ভৈরবে সরকারি সম্পত্তি দখল মুক্ত ও শতাধিক দোকান-পাট উচ্ছেদ

ভৈরবে সরকারি সম্পত্তি দখল মুক্ত ও শতাধিক দোকান-পাট উচ্ছেদ

এম.এ হালিম,বার্তা সম্পাদক:

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ উচ্ছেদ অভিযানে সরকারি সম্পত্তি দখল মুক্ত করা হয়েছে। অভিযানে শতাধিক দোকান-পাট উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে টানা দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড় ও সিলেট বাসষ্ট্যান্ড এলাকাসহ আশ-পাশে সরকারি জমি ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়েছে।

ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে মহাসড়কের ফুটপাত ও আশ-পাশের শতাধিক অবৈধ দোকানপাট দখল মুক্ত করে জনগনের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ সময় র‌্যাব,পুলিশসহ সড়ক ও জন পথ বিভাগের কর্মকর্তা কর্মচারী ভ্র্যাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ জানান,সরকারি সম্পত্তি অবৈধ দখল মুক্ত করতে এবং জনগণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করতে অবিযানে শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana