মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের সীমান্তবর্তী বেলারুশের একটি বিমানঘাঁটিতে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সে ব্যাপারে বেলারুশ মুখ খুলেছে বলে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই শব্দ বিস্ফোরণের নয় বলে দাবি করেছে বেলারুশ।
এ ব্যাপারে এক বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১০ আগস্ট পরীক্ষামূলকভাবে কার্যক্রমের সময় একটি সরঞ্জামের ইঞ্জিনে আগুন ধরে যায়।
অবশ্য ‘সময়োচিত পদক্ষেপ’ নিয়ে আগুন নেভানো গেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ওই বিবৃতিতে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এর আগে, ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে বেলারুশের একটি চ্যানেল দাবি করেছিল, দক্ষিণ-পূর্ব বেলারুশের জিয়াব্রোভকা বিমানবন্দরের কাছে ‘বিস্ফোরণ’ শোনা গেছে।
বুধবার থেকে বৃহস্পতিবার রাতে ‘কমপক্ষে আটবার আলোর ঝলকানি’ দেখা গেছে বলেও সেখানে দাবি করা হয়েছিল।