রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

আমিনুল হক সাদী,কিশোরগঞ্জ :

শোলাকিয়া সাহেব বাড়ির কৃতি সন্তান ড.সৈয়দ আলী আজহার কর্তৃক রচিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সৃষ্টির ক্রমধারায় ইসলামের বিকাশ ও শোলাকিয়া ঈদগাহ প্রসঙ্গ নিয়ে একটি প্রামান্য বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অ্যাড.মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ আ.ন.ম নৌশাদ খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া। জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু.আ.লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বইটির লেখক কৃষিবিদ ডক্টর সৈয়দ আলী আজহার।
শিক্ষক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরীর সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার,কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান,আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, বইটির সম্পাদনা পরিষদের সদস্য মাও.মোঃ আব্দুল্লাহ আল হাসান,মুহম্মদ রেজাউর রহমান, নিরাপদ সড়ক চাইয়ের জেলা শাখার সভাপতি মোঃ ফিরুজ উদ্দিন ভূইয়া প্রমুখ।
এ সময় কিশোরগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana