বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

হোসেনপুরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ

হোসেনপুরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গরিব, দুস্থ, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান বিতরণ, আইজিএ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী সিদ্দিকী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana