শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ন

অপ্রীতিকর ঘটনা জাতীয় লজ্জা বয়ে আনে- কিশোরগঞ্জের পুলিশ সুপার

অপ্রীতিকর ঘটনা জাতীয় লজ্জা বয়ে আনে- কিশোরগঞ্জের পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেছেন, বাসে অপ্রীতিকর ঘটনা জাতীয় লজ্জা বয়ে আনে। আমি যোগদান করার পর এমন একটি ঘটনা ঘটেছিল কিশোরগঞ্জে। নার্স তানিয়া ধর্ষণ ও হত্যাকান্ড। আমরা প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছিলাম। মামলাটি এখন বিচারাধীন। এমন বিষয় পুরো জেলার মানুষের জন্য জাতীয় লজ্জা বয়ে আনে। তাই বাসে যেন এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আপনাদের সকলের সচেতন হতে হবে। বাস মালিকরা যখন হেলপার নিয়োগ দেন তখন তার ইতিবৃত্ত জেনে দিবেন।
জেলা পুলিশের আয়োজনে সোমবার (৮ আগস্ট) দুপুরে গাইটাল আন্তঃজেলা বাসটার্মিনালে বৈশ্বিক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে গণপরিবহনের মালিক, শ্রমিক সংগঠনসহ ড্রাইভার ও হেলপারদের সাথে সচেতনতামূলক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, পরিবার প্রত্যেক মানুষের আছে। বাসে যাতায়াতকারী প্রতিটি মানুষকে আপনাদের ভাই-বোন, পিতা-মাতা মনে করতে হবে। তাহলেই যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে।
পুলিশ সুপার বলেন, বৈশ্বিক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির জন্য দেশে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। কিশোরগঞ্জের পরিবহন মালিকদের সাথে কথা বলে বাস ভাড়া ইতিমধ্যে কমিয়ে আনা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, সদস্য-সচিব শেখ ফরিদ আহম্মদ, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
সচেতনতামূলক বিশেষ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল-আমিন, কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হামিদ, মনিরুজ্জামান, গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালের আহবায়ক খালেদ ভূইয়া, শ্রমিক নেতা মামুন মিয়া, আরশাদ প্রমুখ। এছাড়াও সভায় গাইটাল আন্তঃজেলা বাসটার্মিনাল কর্মরত শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana