সোমবার, ০৫ Jun ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন

গভীর সমুদ্রে ‘ইঁদুর বিড়াল’ খেলছে তাইওয়ান-চীনের যুদ্ধজাহাজ

গভীর সমুদ্রে ‘ইঁদুর বিড়াল’ খেলছে তাইওয়ান-চীনের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ান প্রণালীতে চার দিনের নজিরবিহীন সামরিক মহড়া শেষ করেছে চীন। তবে গভীর সমুদ্রে তাইওয়ান-চীনের যুদ্ধজাহাজ ‘ইঁদুর বিড়াল খেলছে’ বলে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।

চীনা বাহিনী ওই মধ্যরেখায় অবস্থান করা সঙ্গে সঙ্গে তাইওয়ানও কাছাকাছি অবস্থান থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছিল।

ওই ব্যক্তি রয়টার্সকে বলেন, দুই পক্ষই সংযম দেখাচ্ছে। এক পক্ষ অতিক্রম করার চেষ্টা করলে অন্যপক্ষও পথে আগলে দাঁড়ায়। ফলে প্রথম পক্ষ এক পর্যায়ে নিজের অবস্থানে ফিরে যায়।

এদিকে, তাইওয়ানের পক্ষ থেকে শনিবার অভিযোগ করা হয়েছে, তাইওয়ানে কিভাবে হামলা করা হবে শনিবার এই মহড়া দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানে যাওয়ার পর বুধবার ভোর থেকে সামরিক প্রশিক্ষণ চালানো শুরু করে চীন।

শনিবার তারা বৃহত্তম মহড়া চালায়। তাইওয়ানে আক্রমণ করা হলে কিভাবে এটিকে আটকানো হবে সেই প্রস্তুতিই এখন নিচ্ছে তারা।

এদিন তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, বেশ কয়েকটি চাইনিজ বিমান এবং জাহাজ তাইওয়ান প্রণালীতে অবস্থান করছে। তাইওয়ানের বিশ্বাস- কিভাবে আক্রমণ পরিচালনা করা হবে এটি তারই অনুশীলন।

এ ব্যাপারে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাইওয়ান প্রণালীতে চীনের বিমানের একাধিক ব্যাচ এবং জাহাজ কার্যক্রম পরিচালনা করছে। যেগুলোর কিছু তাইওয়ান-চীনের মধ্যবর্তী সমুদ্রসীমা অতিক্রম করেছে।

এদিকে বর্তমানে তাইওয়ানের চারপাশ ঘিরে ছয়টি স্থানে সামরিক প্রশিক্ষণ চালাচ্ছে চীন। এবারের প্রশিক্ষণের মধ্যে লাইভ-ফায়ারিং পরীক্ষা করছে তারা।

তাছাড়া শুক্রবার তাইওয়ানের ওপর দিয়ে মিসাইলও ছোঁড়ার কথাও জানায় চীন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana