শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:১৪ অপরাহ্ন
মোঃ মাইন উদ্দিন, কুলিয়ারচর প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর কর্মময় জীবন ও নীতি আদর্শের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ধর্মীয়, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালসহ ১৫ আগস্টের সকল শহীদের স্বরণে ও মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ওবায়দুল হক আনজুম খান।