সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
প্রতি বছরের ন্যায় কিশোরগঞ্জে শহীদ ইয়াকুব দিবস পালিত। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে শোক র্যালী করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সদর উপজেলার বৌলাই চৌরাস্তা বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত শহীদ ইয়াকুব আলীর সৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯৭১ সালের ৩১ জুলাই পাকবাহিনী নির্মমভাবে হত্যা করে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ইয়াকুব আলীকে। হত্যার তিনদিন আগে ইয়াকুব আলীকে রাজাকারেরা ধরে নিয়ে যান কিশোরগঞ্জের ডাকবাংলো পাকবাহিনী ক্যাম্পে। টানা তিনদিন শারিরীক নির্যাতনের পর তাকে হত্যা করে লাশ নরসুন্দা নদীতে ভাসিয়ে দেয় পাকবাহিনী।
শহীদ ইয়াকুব আলী মুক্তি যুদ্ধের সংগঠক এবং বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি ছিলেন।
তিনি স্ত্রী সহ তিন ছেলে দুই মেয়ে রেখে যান। তার বড় ছেলে মোঃ আওলাদ হোসেন বর্তমানে কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বৌলাই ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান।
দেশ স্বাধীনের পর থেকে বৌলাইবাসী সর্বদলীয় ভাবে ৩১শে জুলাই তার শাহাদাৎ বার্ষিকী পালন করে আসছেন। শোক র্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়ার মধ্যদিয়ে দিবসটি শেষ হয়।