রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে পহেলা মুহাররম আরবি নববর্ষ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে তরুণদের সংগঠন ‘সচেতন তারুণ্য’ এক সেমিনার আয়োজন করে। শনিবার (৩১ জুলাই) বিকালে জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ‘সচেতন তারুণ্য, কিশোরগঞ্জ’ এর আহ্বায়ক আশরাফ আলী সোহান।
সংগঠনের সদস্য সচিব সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাদ্রাসায়ে বাইতুল হিকমাহ কিশোরগঞ্জের প্রিন্সিপাল কে এম নাজিম উদ্দিন, হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির কেন্দ্রিয় উপদেষ্টা আহসানুল্লাহ মুন্না, সামিউল হাসান মিজান প্রমুখ।
বিশ্বনবী সা. মদিনায় হিজরতের বৎসর থেকে গণনা করে আসা হিজরী সনের সূচনা ইতিহাস প্রসঙ্গে আলোচনা করেন।
তারা বলেন, মুসলিমদের নানাবিধ ইবাদত রোযা, কুরবানী, ঈদ ইত্যাদিসহ প্রত্যেকটি ইবাদত আররি চাঁদের তারিখের সাথে সম্পৃক্ত। তাই একজন সচেতন মুসলমানের জন্য আররি তারিখ জানা অপরিহার্য।