সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
২০২১-২২ অর্থবছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে কিশোরগঞ্জের ১৫জন সাংবাদিক ও একজন মৃত্যুবরণকারী সাংবাদিকের পরিবারকে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মোট ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব অনুদানের চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মমদ শামীম আলম। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টিবোর্ডের সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কিশোরগঞ্জের কৃতি সন্তান কুদ্দুস আফ্রাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকারের পরিচালনায় এতে বক্তৃতা করেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান, কিশোরগঞ্জ প্র্রেসক্লােেবর আহবায়ক এবিএম লুৎফর রাশিদ রানা, সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, দৈনিক সমকালের কিশোরগঞ্জ অফিস প্রধান সাইফুল হক মোল্লা দুলু, দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ,দৈনিক সংবাদের জেলা সংবাদদাতা মোস্তফা কামাল, নিউ নেশনের স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু প্রমুখ।