রবিবার, ২৮ মে ২০২৩, ১০:১৪ অপরাহ্ন
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ও সাবেক গার্ল ইন রোভার আলপিন আক্তার (২১) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
কিশোরগঞ্জ জেলা রোভারের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল আহসান জানান, পার্শ্ববর্তী ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উং মধুপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আলপিনা আক্তার শুক্রবার দুপুর ২টার দিকে অটোরিকসায় যাওয়ার সময় নান্দাইলের শিয়ালধরা বাজারের কাছে অপর একটি অটোর সঙ্গে সংঘর্ষে রাস্তায় পড়ে যান।