সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন
এম.এ হালিম, বার্তাসম্পাদক:
কিশোরগঞ্জের ভৈরবে ২ মাদককারবারিকে ভ্র্যাম্যমান আদালতে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে । দন্ডপ্রাপ্তরা হলো শহরের চন্ডিবের গ্রামের ফজলু মিয়ার পুত্র,জীবন মিয়া(২২) ও একই গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র বিল্লাল মিয়া (৫২) । দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩ মাস করে সাজা এবং ৫ শ টাকা করে জরিমনা অনাদায়ে আরো ৭ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার ( ভ’মি ) মোঃ জুলহাস হোসেন নৌরভ এ রায় দেন ।
আজ মঙ্গলবার দুপুরে পলতাকান্দা বালুর মাঠ থেকে তাদের গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের কর্মকর্তারা।এ সময় তাদের কাছ থেকে ৫ শ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। পরে আটককৃতদেরকে ভ্র্যাম্যমান আদালত সাজাঁ প্রদান করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের পরিদর্শক সেন্টু রজ্ঞন নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পলতাকান্দা বালুর মাঠ থেকে ৫ শ গ্রাম গাজাঁসহ জীবন ও বিল্লাল মিয়া কে আটক করা হয়। পরে ভ্র্যাম্যমান আদালত প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম সাজা প্রদান ও ৫ শ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।