সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:২০ অপরাহ্ন
একুশে ডেস্ক:
মা মারা যাওয়ার পর বাবা আরেকটি বিয়ে করেন। মেয়েটিকে পাঠিয়ে দেন নানাবাড়িতে। সেখানে শ্রীজা নামে মেয়েটি কীভাবে বড় হচ্ছে সে খবর আর নেননি। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ভারতের পাটনায়।
কিন্তু অবহেলিত সেই মেয়েটি এবার ১০ম শ্রেণির বোর্ড পরীক্ষায় পেল ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে পুরো ভারতজুড়ে হইচই ফেলে দিয়েছে। পাটনার বিজেপির এমপি বরুন গান্ধী মেয়েটির নানির সঙ্গে তোলা একটি ছবি তার ফেসবুকে পোস্ট করে তার কৃতীত্বপূর্ণ ফলের কথা পোস্ট করার পর মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।
নেটিজেনরা অভিনন্দনে ভাসাতে থাকেন শ্রীজা ও তার নানিকে। শ্রীজার নানি গণমাধ্যমকে বলেন, আমার মেয়ে মারা যাওয়ার পর এ নাতনি আমার কাছে রেখে যান।
এর পর আর একবারের জন্যও আর তিনি খোঁজ নেনি শ্রীজার। এখন অবশ্যই তিনি তার ভুল বুঝতে পেরেছেন।