শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে গরু চুরি

পাকুন্দিয়ায় গোয়ালঘরের তালা ভেঙে গরু চুরি

আগুন আমিন, পাকুন্দিয়া:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ৩টি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের এগারসিন্দুর (থানারঘাট) গ্রামের মো. আ. হেলিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গরুর মালিক মো. আ. হেলিম থানায় একটি লিখিত অভিযোগ করেন। গরুর মালিক মো. আ. হেলিম জানান, প্রতিদিনের মতো গত রাত প্রায় ১০টায় গোয়াল ঘরের দরজায় শিকলে দুটি তালা দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। আজ রবিবার ভোর ৫ টায় উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং ঘরে থাকা ৩টি গরু নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, চুরি হওয়া গরুর মধ্যে ১টি ফিজিয়ান জাতের গাভী যার বাজার মূল্য অনুমান ১লক্ষ ৫০ হাজার টাকা, ১টি বকনা গরু যার বাজার মূল্য অনুমান ৪৫ হাজার টাকা ও ১টি দেশি জাতের গাভি গরু যার বাজার মূল্য অনুমান ৫০ হাজার টাকা। তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সরেজমিনে জানা যায়, টিনের গোয়াল ঘরের দুটি তালার কড়া ভাঙা। গোয়াল ঘরের ভেতর গরুর মলমূত্র রয়েছে। চুরি হওয়া গরুর মালিক আ. হেলিম গরুগুলো হারিয়ে এখন সর্বশান্ত হয়ে গেছেন। স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে। তবে, অনেক ভুক্তভোগীই হয়রানির শিকার হওয়ার কথা ভেবে এসব ঘটনার বিষয়ে থানায় কোন জিডি বা অভিযোগ দিতে আগ্রহী হন না। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান জানান, আমি এখন ঢাকায় আছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana