শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা মৎস্য দপ্তরের সংবাদ সম্মেলন

আমিনুল হক সাদীঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময়সভা করেছে কিশোরগঞ্জ জেলা মৎস্য দপ্তর। শনিবার সকালে জেলা শহরের ফিসারী রোডে অবস্থিত জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন জেলা কমিটি আয়োডিজত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক নার্গিস সুলতানা,সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান আশিক, জেলা মৎস্য দপ্তরের প্রধান সহকারী খন্দকার হুসাইন মোঃ ইমরান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয় আজ ২৩ জুলাই শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২। আগামী ২৯ জুলাই পর্যন্ত এ সপ্তাহ চলবে। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা-উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করা হবে। এতে সকলের অংশ গ্রহণ কামনা করেছেন।
এ সময় মৎস্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana